পৃথিবী টাকায় কেনা গোলাম- পার্বণ সংবাদ
পার্বণ ডেস্কঃ
“নেপলিয়ান বলেছিলেন আমাকে একটি শিক্ষিত মা দাও আমি শিক্ষিত জাতি
দিবো” কথাটা যদি এভাবে বলা হয় তবে মনে হয় ভুল হবে না “ আমাকে কিছু টাকা দাও আমি যা
কিছু করে দেখাবো “ ঠিক তাই বাস্তবে কথাটি ১০০ শতাংশ সঠিক, কেননা আজকাল টাকা ছাড়া
পৃথিবীতে কোন কিছু সম্ভব না আবার টাকা হলে কোন কিছু যান অসম্ভব না। টাকা হলে
মিথ্যা নাটক সাজিয়ে করা যায় মামলা, টাকার বিনিময় মেলে সংবাদ সম্মেলন করে মিথ্যা
ঘটনা সাজিয়ে পত্রিকায় প্রকাশের সংবাদ। সবকিছু আজ টাকার খেলা ঠিক এমন টায় ঘটেছে
গতকাল , সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে গতকাল মিথ্যা নাটক সাজিয়ে
করা হয়েছে সংবাদ সম্মেলন। সব জায়গায় যান বিচারের বানী নীরবে কাঁদে প্রতিপক্ষের উপর
অত্যাচার করতে বেছে নেয়া হচ্ছে এসব পথ। গত ১১.০২.২০২০ তারিখে শ্যামনগর উপজেলা
প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের শিরোনাম ছিল “ বৃদ্ধ বিধবা চাচির ৩৬ বছরের ভোগদখলীয় ভিটা
বাড়ী জবর দখলের প্রচেষ্টায় প্রতিপক্ষ কর্তৃক সীমাহীন অন্যায় অত্যাচার সহ মিথ্যা
মামলা” এটায় সঠিক ছিল যদি নীচেয় দেওয়া নাম গুলো না থাকতো বা যারা সংবাদ সম্মেলন
করেছে তাদের নাম আসতো । অন্যায় করে সেটা কিভাবে প্রতিপক্ষের উপর চাপিয়ে দেয়া হয়
এখানে সেটায় দেখানো হয়েছে। নিজেরায় যাহাতে করে নীরবে বিধবা চাচির জমিজমা দখল করতে
পারে অন্য কেউ যাহাতে বাধা না দিতে পারে তার ছক কষা হয়েছে, নেয়া হয়েছে সুকৌশল। সঠিক
ঘটনা যাচায় বাছাই করে দেখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। ইহা ছাড়াও প্রেস
ক্লাব কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ কোন বিষয়ে সংবাদ সম্মেলনের অনুমতি দেওয়ার আগে
একটু বিবেচনা করবেন।
কোন মন্তব্য নেই