নুরনগরে লবনের দাম নিয়ে লঙ্কা কান্ড

মোঃ নুরুজ্জামান, নুরনগর প্রতিনিধিঃ
টানা বেশ কিছু দিন পেঁয়াজের দাম বৃদ্ধি ছিলো বাজারে, পেঁয়াজের দাম কমতে থাকলেও আবারও লবনের দাম বৃদ্ধি নিয়ে ব্যপক গুজব ছড়িয়ে পড়েছে সারা দেশে। সেই গুজব আছড়ে পড়েছে শ্যামনগর উপজেলার নুরনগর বাজারেও। লবন মানুষের নিত্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটি পণ্য। মঙ্গলবার বিকাল থেকে লবনের দাম তিন থেকে পাঁচ গুন বৃদ্ধি পেয়ে একশত টাকা কেজি দরে লবন বিক্রি করতে দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, রাজধানী ঢাকা থেকে লবনের দাম বৃদ্ধির গুজব ছড়ালে এলাকার মানুষ দশ থেকে পনের কেজি করে অতিরিক্ত লবন কেনার হিড়িক পড়লে দোকানদাররা লবনের দাম বৃদ্ধি করে দেয়। ব্যবসায়ীরা আরো জানান, গুজবের কারনে এই যাবত কালের রেকর্ড পরিমান লবন বিক্রি হয়েছে। শ্যামনগর উপজেলা সহকারি ভূমি নাহিদ হাসান খান নুরনগর বাজারে রাত নয় টায় বাজার পরিদর্শন করেন, এবং তিনি উপস্থিত জনগনকে জানান যে দোকানদার লবন দাম বেশি বিক্রি করবে তাদেরকে ধরে আমাদের খবর দিবেন, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বলেন লবনের কোন সংকট নেই, যারা লবনের অতিরিক্ত মজুত করে দাম বৃদ্ধি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। অপর দিকে জেলা প্রশাসক মোস্তফা কামাল লবন নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
কোন মন্তব্য নেই