অব্যক্ত চিঠি-পার্বণ ডেস্ক
প্রিয় খুলনা,তুমি কি জান
কোন একজন নীরবে
ভালবাসে তোমায়,
কেঁদে হয় ব্যকুল
অবুঝ আত্মায়একটু করে জমিয়ে রাখে
সুখ দুঃখ সময়গুলো।
সকালের সোনা সোনা রদ্দুরে
যখন দেখি উদার আকাশ
মনে হয় এইবুঝি দেখছি স্নেহময় শহরটা।
এসেছে আবার ফেব্রুয়ারী
অনুভূতির দেয়ালগুলো আবার হয় নড়বড়ে
হৃদয়গহীনে তৈরী হয়অশ্রুসাগর।
বড় বড় ঢেউ আছড়ে পড়ে
প্লাবিত হয় দু চোখ আমার।
সত্যি বলছি,প্রিয়বই মেলা, প্রানের খুলনা
বড় অনুভব করছি তোমায়।

কোন একজন নীরবে
ভালবাসে তোমায়,
কেঁদে হয় ব্যকুল
অবুঝ আত্মায়একটু করে জমিয়ে রাখে
সুখ দুঃখ সময়গুলো।
সকালের সোনা সোনা রদ্দুরে
যখন দেখি উদার আকাশ
মনে হয় এইবুঝি দেখছি স্নেহময় শহরটা।
এসেছে আবার ফেব্রুয়ারী
অনুভূতির দেয়ালগুলো আবার হয় নড়বড়ে
হৃদয়গহীনে তৈরী হয়অশ্রুসাগর।
বড় বড় ঢেউ আছড়ে পড়ে
প্লাবিত হয় দু চোখ আমার।
সত্যি বলছি,প্রিয়বই মেলা, প্রানের খুলনা
বড় অনুভব করছি তোমায়।
কোন মন্তব্য নেই