অপকর্ম যার নেশা ও পেশা- কামরুজ্জামান টুকু







নগরজীবন প্রতিনিধিঃ  

ক্ষমতার সঠিক নয় অপব্যবহার করছেন অনেকেই । তবে এই ক্ষমতা তারা পেল কোথায় বা কে দিচ্ছে তাদের আশ্রয়, বলছিলাম সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের উত্তর হাজিপুর গ্রামের মৃত আব্দুর রউফ এর বড় ছেলে কামরুজ্জামান টুকুর কথা। এক সময় দিন রাত মাদকে ডুবে থাকতো, আজকাল লক্ষ্য করা যাচ্ছে এলাকার তরুণ ছেলেদের নিয়ে মাদকের লীলা খেলায় মেতে থাকতে। এ অবস্থায় উদ্বিগ্ন উঠতি বয়সের ছেলেদের অভিভাবকরা।  কাম্রুজ্জামান টুকু নিজে একজন মাদকসেবী নিজের বাবার থেকে প্রাপ্ত সম্পত্তি দিন দিন শেষ করেছে এখন এলাকায় চুরি করে মাদক সেবনে অভ্যস্ত হয়ে যাচ্ছে। জনমানুষের সামনে হুমকি দিয়ে কথা বলা এখন তার প্রধান কাজে পরিনত হয়েছে। 


সারা রাত মাদকে বুদ হয়ে ডুবে থাকার পরে সকালে বাজারে এসে জমে উঠে তার নিজস্ব লিলাখেলায় ও মারামারি। এলাকার গণ্যমান্য বাক্তিবর্গ সম্মানের ভয়ে প্রকাশ্য কিছু বলতে না পারলেও নিজের ছেলেকে নিয়ে আছেন দুশ্চিন্তায়। মমিনুর রহমান নামের একজন বলেন মাদকসেবিরা মিলে একটা গ্যাং দলে সংবদ্ধ হয়ে তাদের লীলাখেলা চালিয়ে যাচ্ছে, যারা এই পথে ছেড়ে আসতে চাই টুকু নিজের টাকায় তাদের মাদক সেবন করায় এবং চুরি ছিনতাইর মত কাজে উৎসাহ প্রদান করছে। এলাকাবাসি চেয়ে আছে প্রশাসনের দিকে, তারা আশা করছে অচিরেই এই সমস্যা থেকে তারা মুক্তি পাবে।    



কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.