জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা।
মোঃ নুরুজ্জামান বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি,এম বখতিয়ার আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পুরনের লক্ষ্যে তার সুযোগ্য কন্যা জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের জোয়ার বইছে। এ সরকার দেশের সাধারন মানুষের ভাগ্য উন্নায়নে কাজ করছে। ইউপি সদস্য আলহাজ্ব খলিলুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ,কে ফজলুল হক, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা মুকুল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-অর-রশিদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সহ-সভাপতি স,ম আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম হাবিবুর রহমান হবি প্রমুখ।
কোন মন্তব্য নেই