শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে নির্বাচন মাঠ জমজমাট সাধারণ সম্পাদক পদে ৪ জন।
মোঃ নুরুজ্জামান বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে আগামী ১৪ ই মার্চ এর নির্বাচনকে কেন্দ্র করে মাঠ গরম হয়ে উঠেছে। সভাপতি পদে এই মুহূর্তে কারো নাম শোনা না গেলেও সাধারণ সম্পাদক পদে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে শোনা যাচ্ছে। এ চার জন হলেন সাবেক সাধারণ সম্পাদক জাহিদ সুমন, সাবেক সহ সভাপতি এস কে সিরাজ, সাবেক সাধারন সম্পাদক আনিসুজ্জামান সুমন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান। এই নির্বাচনকে ঘিরে উৎসাহ উদ্দিপনার শেষ নেই সাধারণ মানুষের মাঝে। সাধারণ মানুষের দাবি সাংবাদিকরা যেনো দূর্নীতির বিরুদ্ধে কলম বন্ধ না রাখে। সাংবাদিকরা নিরপেক্ষ থেকে সমাজের বাস্তব চিত্র পত্রিকার পাতায় তুলে ধরবে এমন টায় চাওয়া সাধারণ মানুষের। সাংবাদিকদের কলমের শক্তি বৃদ্ধি করার জন্য এই নির্বাচনের আয়োজন করেছে প্রেসক্লাব কতৃপক্ষ। এছাড়া অনন্য পদ গুলো কারা আসছে তা এখনো যানা যায়নি, তবে অল্প কিছু দিনের আলোচনায় আসতে পারে বলে প্রেসক্লাব সুত্রে জানা গেছে।
কোন মন্তব্য নেই