বিদায়ের কাছাকাছি করোনা!
আমরা পরিস্থিতিকে যতটা ভয়ংকর বানিয়েছি, বাস্তবে ততটা নয়’ করোনাভাইরাস মহামারী নিয়ে নোবেলজয়ী বিজ্ঞানী মাইকেল লেভিট এ কথা বলেছেন। সম্প্রতি লস অ্যাঞ্জেলেস টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ভাইরাসটি নিয়ে আশাবাদী অনেক তথ্য দিয়েছেন। করোনা মহামারীর সমাপ্তি নিকটবর্তী বলে জোর দিয়ে বলেন স্ট্যানফোর্ডের এ জৈবপদার্থবিদ, ‘করোনার কথা উঠলেই এটি
মাইকেল লেভিট ২০১৩ সালে রসায়নে নোবেল পান। তার বক্তব্যের আলাদা গুরুত্ব রয়েছে। কারণ বিশ্বের স্বাস্থ্যবিজ্ঞা
লেভিটের দাবি, ‘বেশিরভাগ মানুষের শরীরে কভিড-১৯ প্রতিরোধে প্রাকৃতিক ব্যবস্থা রয়েছে। দক্ষিণ কোরিয়া সংক্রমণের মধ্য অবস্থা অতিক্রম করেছে। ইতালিতে বয়স্ক মানুষ বেশি থাকায় মৃত্যুর ঘটনা বেশি। কিন্তু আমরা ভালোর দিকে যাচ্ছি। এখন আতঙ্ক নিয়ন্ত্রণটা জরুরি। মহামারী নিয়ন্ত্রণে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল (সোশ্যাল ডিসট্যান্সিং মেজারমেন্ট) নিশ্চিত করতে হবে।’ তিনি এও বলেন, ‘আস্ফালনকারী এপিডিমিওলজিস্টর
এই বিজ্ঞানী বলেন, ‘করোনা ঠেকাতে ফ্লু টিকা নেওয়ার সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি। ইতালিতে টিকাবিরোধী আন্দোলন খুবই শক্তিশালী, হয়তো এজন্যই সেখানে বিস্ফোরণ ঘটেছে।’ টম হানক্স ও ইদ্রিস আলবার মতো সেলিব্রেটিকে সামনে এনে সংবাদমাধ্যম সাধারণ মানুষের মনে করোনা আতঙ্ক বাড়িয়েছে বলেও অভিযোগ তার।
লেভিট করোনা-পরবর্তী পরিস্থিতি নিয়ে সবচেয়ে উদ্বিগ্ন, ‘করোনার বাড়াবাড়ি অন্য সংকট বাড়াবে। মানুষ চাকরি হারাবে। হতাশায় আত্মহত্যার হার বেড়ে যেতে পারে।’ ইতিমধ্যে বিশেষজ্ঞরা ২০০৭-০৯ সালের মতো বিশ্বমন্দার আভাস দিয়েছেন। এমন প্রেক্ষাপটে মাইকেল লেভিট প্রচুর ইতিবাচক খবর প্রত্যাশা করেন। সবাইকে একটিই বার্তা দিতে চান, ‘করোনা জগৎ ধ্বংস করতে পারবে না।
কোন মন্তব্য নেই