‘করোনা’ অভিসাপ




Image may contain: 1 person, standing

ন.হক 
তোমাকে কুর্নিশ ! হে প্রভু;
মৃত্যুর মিছিলের সংখ্যা যদি তোমার পন হয়,
যদি সীমা রেখার বিস্তৃতি হয় তৃপ্তির;
তবে আমাকে রেখ মিছিলের প্রথম সারিতে।
আমি প্রস্তুত নিজ-সমর্পনে, ঐ স্ফিলুঙ্গে।
হোক আমার অন্তিম দহন।
তবু; একটি শিশুও যেন যুক্ত না হয় সংখ্যা বৃদ্ধিতে।
এই বিচলিত সময়, এই উদভ্রান্ত মৃত্যুর অগ্নি লেহন
উবে যাক নিমিশে তোমার একটি ইশারায়।
হে প্রভু; তোমার অসীম করুনা,
ঢাল হয়ে থাকুক-
আমাদের শিশুরা থাকুক দুধে-ভাতে, হাস্যজ্বলে।
নিস্পাপ চোখের কোনে
যেন না থাকে এক ফোটা নোনা জল
যেন পৃথিবীর ইতিহাসে কোন শিশু অস্ফুটে না বলে
তার স্নেহের-বিনাশ ঘটেছিল ঐ-‘করোনা’ অভিসাপে।
তোমাকে কুর্নিশ !
মৃত্যু মিছিলের সংখ্যা যদি হয় তোমার ঐকান্তিক ইচ্ছা
তবে ছবর দিয়ো ভালোবাসা পরশরে;
যেন আবেগে ছুঁয়ে না ফেলে শবের ক্রন্দন রেখা।
যেন তোমার এই মারনস্ত্র-আঘাতে ছিন্ন-বিচ্ছিন্ন না হয়
ঘাসফুলের পাপড়িতে জমে থাকা পুঞ্জিভুতি ভালোবাস।
জীবনে যদি কোন পূন্য করে থাকি,
যদি কোন দিন-
তোমার আরশ পাদপিঠে দিয়ে থাকি কোন অঞ্জলি,
তবে এ আমার কঠিন চাওয়া।
তোমাকে কুর্নিশ !
হে প্রভু;
আমাদের পাপের পর্বত কি এতই উঁচু ?
যে ছুঁয়ে ফেলে তোমার মহা-মহিমা।
কী পাপ করেছি;
শব যাত্রায় বিতৃষ্ণায় ফিরিয়ে নেয় প্রতিবেশী’মুখ
থাকে না কোন সুগন্ধি আয়োজন-গোসল
মা-মাটির কোন অভিষেক ?
তোমাকে কুর্নিশ !
মৃত্যুর মিছিলের সংখ্যাই যদি হয় তোমার ঐকান্তিক ইচ্ছা
তবে তোমার পানে সপিলাম আমার-
এই অন্তিম বাসনা।

                                                                                                            ২২.০৩.২০২০

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.