কয়েকদিনের জন্য পর্যটকদের প্রবেশ আপাতত বন্ধ ঘোষণা করে বন বিভাগ।
পার্বণ ডেস্কঃ
আরো একবার প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় থেকে বুক পেতে দিয়ে বাংলাদেশকে রক্ষা করেছে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন। ‘বুলবুল’ ব্যাপক ক্ষয়ক্ষতি করে গেছে সুন্দরবনের। বন বিভাগের ক্যাম্প, কাঠের পন্টুন, জেটি, ওয়াকওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে প্রাণী ও জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি দ্রুত কাটিয়ে উঠার স্বার্থে সুন্দরবনে পর্যটক প্রবেশে ‘আপাতত’ ২৫ থেকে ২৭ নবেম্বর পর্যস্ত তিনদিন ক্ষতিগ্রস্ত সুন্দরবন পরিচ্ছন্ন করার জন্য ট্যুরিজম বন্ধ থাকবে।ভাগ। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা রেঞ্চের বন সংরক্ষক কর্মকর্তা মাইনুদ্দিন খান।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক মঈন উদ্দিন খান বলেন, সুন্দরবন ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন ও বন বিভাগের যৌথ মতবিনিময় সভায় সুন্দরবনে পর্যটকদের প্রবেশের সকল নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। তিনি জানান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সুন্দরবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘূর্ণিঝড়ে বন বিভাগের কিছু ক্যাম্প, কাঠের পন্টুন, জেটি, ওয়াকওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে সোমবার (১১ নভেম্বর) বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে পর্যটকদের প্রবেশ আপাতত বন্ধ ঘোষণা করে বন বিভাগ। কিন্তু এখন সুন্দরবনের পর্যটন মৌসুম হওয়ায় বনে প্রবেশ বন্ধ থাকলে ট্যুর অপারেটর প্রতিষ্ঠানগুলো ক্ষতির সম্মুখীন হবে এবং দেশও রাজস্ব হারাবে। যার পরিপ্রেক্ষিতে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুন্দরবনে পর্যটকদের প্রবেশ বন্ধ প্রত্যাহারের দাবি জানানো হয়। সেই দাবির কারণে বনবিভাগ সুন্দরবনে পর্যটকদের প্রবেশের সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
এছাড়া বনের ক্ষয়ক্ষতি নিরূপণে সোমবার থেকে কাজ শুরু করেছে বন বিভাগের ৬৩টি ক্যাম্পের কর্মকর্তা-কর্মচারীরা।
কোন মন্তব্য নেই